ভেঙে গেছে মুছাপুর ২৩ ভেন্ট রেগুলেটর

ভেঙে গেছে মুছাপুর ২৩ ভেন্ট রেগুলেটর

চ্যানেল নিউজ, ঢাকা : বন্যার পানির তীব্র চাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভেঙে গেছে মুছাপুর ২৩ ভেন্ট রেগুলেটর। এতে জেলার কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী, দাগনভূঞাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, উজানের পানি ও ভারি বর্ষণে পানি মুছাপুর স্লুইসগেটের রেগুলেটরের ২৩টি গেট দিয়ে বঙ্গোপসাগরে যায়। সোমবার সকালে পানির তীব্র চাপে ভেঙে যায় রেগুলেটর। এতে ব্রিজও তলিয়ে যায়।

স্থানীয়রা জানান, তীব্র পানির চাপে আমাদের মুছাপুর ক্লোজার শেষ। আমরা অসহায় হয়ে পড়েছি। জোয়ার হলে এখন কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করা ছাড়া আর উপায় নাই।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, মুছাপুর রেগুলেটরটি পানির চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়াররা কাজ করছেন।

পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536