ব্রাহ্মণবাড়িয়ায় শেখ রাসেল ৪ বিভাগীয় টি-১০ হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় শেখ রাসেল ৪ বিভাগীয় টি-১০ হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃশফিকুল হক শাকিল,,
শারীরিক প্রতিবন্ধকতা হতে পারেনা বাধা। সুযোগ পেলে তারাও বয়ে আনতে পারে দেশ ও জাতির জন্য সম্মান। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিবন্ধী ব্যক্তিদের এগিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় শেখ রাসেল ৪ বিভাগীয় টি-১০ হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে দু’দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন মাননীয়  সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় বাংলাদেশ চলচিত্র সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না প্রমূখ। টুর্নামেন্টে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগ থেকে বিভিন্ন জেলার ৫০ জন প্রতিবন্ধী খেলোয়াড় ৪ টি টিমে অংশ নেয়। সকালে রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে ব্যাটিংয়ে নেমে ঢাকা ১০ ওভারে ১০৪ রান করে। জবাবে রাজশাহী ৮ উইকেট হাতে রেখেই জয় লাভ করে। ২য় রাউন্ডে চট্টগ্রাম ব্যাটিংয়ে নেমে ৯৬ রান করে। জবাবে সিলেট মাত্র ৮৪ রানে অলআউট হয়ে পরাজয় বরণ করে। খেলায় হইল চেয়ারে বসেই তারা অত্যন্ত নিপুনতার সাথে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের দৃশ্য নজর কাড়ে উপস্থিত  দর্শকদের। এদিকে এ ধরণের মহৎ আয়োজনে অংশ নিতে পেরে উৎছাসিত  প্রতিবন্ধকতাকে জয় করে খেলোয়াড়রা। তারা বলেন, প্রতিবন্ধকতাকে জয় করেই তাদের এগিয়ে চলা। সুযোগ সুবিধা পেলে তারাও ছুঁটতে পারবে দুর্বার গতিতে। সে সাথে দেশের পতাকাকে সুমজ্জল করবে বিশ্বের  মানচিত্রে।
সকলের।
শফিকুল হক শাকিল
ব্রাহ্মণবাড়িয়া
তারিখঃ ১৪.১০.২০২৩ব্রাহ্মণবাড়িয়া 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536