ক্রিকেটে সংস্কার নিয়ে আসিফের সঙ্গে কাজ করতে চান ফাহিম

ক্রিকেটে সংস্কার নিয়ে আসিফের সঙ্গে কাজ করতে চান ফাহিম

চ্যানেল নিউজ, ঢাকা : শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মিলে সরকারের সর্বস্তরে সংস্কার আনতে চান তারা। এরই অংশ হিসেবে ক্রীড়াঙ্গনেও সংস্কারের বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের সঙ্গে ক্রিকেটের সংস্কার নিয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছেন দেশের অন্যতম শীর্ষ ক্রিকেট কোচ নাজমূল আবেদীন ফাহিম।

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট বোর্ডের সংস্কার নিয়ে ফাহিম বলেন, ‘এটা (রূপরেখা) নিয়েই তো আমরা বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কী করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের কী রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করবো। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোন কারণ নেই।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চান জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীন ফাহিম, ‘যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে, অবশ্যই অংশগ্রহণ করবো। শুধু আমার কথা নয়, যারা এসব বিষয়ে অবগত আছেন, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়া দরকার। তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হয়।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এখন কোনো খোঁজ নেই। শেখ হাসিনা সরকারের আমলে ক্রীড়ামন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। এমন পরিস্থিতিতে বিসিবির নেতৃত্বহীনতা নিয়ে ফাহিম বলেন, ‘সত্যিকার অর্থেই যারা ক্রিকেটে ভালো চায়, আর ক্রিকেট বাংলাদেশকে যেভাবে বিশ্বে প্রতিনিধিত্ব করে, এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোন উপায় নেই। এখানে সঠিক ব্যক্তিত্বের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আছে, দেশের বাইরে অনেক লোক আছে যারা যথেষ্ট অভিজ্ঞ।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536