পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন: বিপ্লব কুমার

পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন: বিপ্লব কুমার

চ্যানেল নিউজ, ঢাকা, রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩ : পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন নয় বরং তা সংরক্ষণ করাই পুলিশের কাজ।’ একটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে সম্প্রতি পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিপ্লব সরকার বলেন, ‘কেউ যদি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা বাংলাদেশ পুলিশ মানবাধিকার লঙ্ঘন করছে, তাহলে এটি হবে একটি ঢালাও মন্তব্য। এটি ভিত্তিহীন, অমূলক ও সর্বজনীনভাবে মিথ্যা অভিযোগ। বিশেষ উদ্দেশে অনেক সময় এ ধরনের অভিযোগ করা হয়ে থাকে।’
মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় পুলিশ সব সময় ভুক্তভোগীদের পাশে দাঁড়ায় উল্লে­খ করে তিনি বলেন, ‘আমরা মানবাধিকার রক্ষায় সব সময় কাজ করি। কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হলে আমরা তাকে নিরাপত্তা দিই। আমরা বরং মানবাধিকারকে সম্মান করি, রক্ষা করি।’
এ সময় বিপ্লব কুমার সরকার সম্প্রতি রাজনৈতিক কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা, মারধর এমনকি পুলিশ সদস্যদের নির্মমভাবে পিটিয়ে হত্যার মতো কয়েকটি ঘটনার উল্লে­খ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536