ইসি’র সঙ্গে ইইউ বিশেষজ্ঞ দলের বৈঠক

ইসি’র সঙ্গে ইইউ বিশেষজ্ঞ দলের বৈঠক

চ্যানেল নিউজ, ঢাকা, রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। আজ রোববার সকাল ১১টায় নির্বাচন কমিশনে বৈঠকটি শুরু হয়।
ইসি কর্মকর্তারা জানান, বৈঠকে সংস্থাটির নির্বাচনী বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড, নির্বাচনী বিশ্লেষক আলেকজান্ডার ম্যাটাস, সুইবেস শার্লট এবং আইন বিশেষজ্ঞ রেবেকা কক্স উপস্থিত রয়েছে। বৈঠকে কোনো নির্বাচন কমিশনার উপস্থিত নেই। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে ইসির কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এর আগে গত ২৯শে নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে যৌথসভা করে ইইউ। বৈঠকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ সংস্থাটির ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইসিকে তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536