ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

শফিকুল হক শাকিল, চ্যানেল নিউজ, ঢাকা, শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে মো. কবির আলম (৩২) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার ভোর রাতে শহরের শিমরাইল কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কবির আলম নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল করিমের ছেলে। কবির আলম শহরের কাউতলী নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের পাশে স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির এস.আই. মো. সাইফুল ইসলাম বলেন, কবির আলম রাজধানী ঢাকার বঙ্গ বাজারে কাপড়ের ব্যবসা করতেন। গত বৃহস্পতিবার তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। কবির আলম শুক্রবার বিকাল থেকে নিখোঁজ ছিল। ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সংলগ্ন শিমরাইলকান্দির এলাকার ঘটনাস্থলে মারা যান। পরে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি। তবে কি কারনে ট্রেনের নিচে কাটা পড়েছে তা বলা যাচ্ছে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536