নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

চ্যানেল নিউজ, ঢাকা, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ : আসন্ন নিউজিল্যান্ড বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তিনজন। তারা হলেন-বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, টপঅর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু এবং পেসার হাসান মাহমুদ। এর মধ্যে হাসান মাহমুদ সীমিত ওভারে বেশ পরিচিত মুখ এখন, তবে টেস্ট ফরম্যাটে এর আগে খেলেননি। মুরাদ আর দিপু কোনো ফরম্যাটেই জাতীয় দলে এর আগে সুযোগ পাননি। এদিকে লিটন দাসের চোটে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিটেক বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী বলেন, লিটন দুই মাসের ছুটি চেয়েছিল। এক মাসের ছুটি দেয়া হয়েছে। সে পরিবারকে সময় দিতে চায়। যদিও প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। সে বারবার ছুটির কথা বলছিল। তাই ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্টে শান্ত অধিনায়ক।
বাংলাদেশ দল: নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুড, শাহাদাত হোসেন দীপু ও হাসান মুরাদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

One response to “নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের”

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536