২০২২ বিশ্বকাপ দলে না থাকা নিয়ে যা বললেন রিয়াদ

২০২২ বিশ্বকাপ দলে না থাকা নিয়ে যা বললেন রিয়াদ

চ্যানেল নিউজ, ঢাকা : বিসিবির ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’র এই পর্বে ছিলেন রিয়াদ। ২০০৭ থেকে ২০২১ পর্যন্ত টানা ৭টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন রিয়াদ। তবে ছিলেন না সর্বশেষ আসরে। ওই আসরে থাকলে সাকিব আল হাসান ও রোহিত শর্মার সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসর খেলার লিস্টেও থাকতেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। যদিও গত আসরে থাকতে না পারায় খারাপ লাগা থাকলেও আফসোস নেই রিয়াদের।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ২২৯৯ রানের মালিক বলেন, ‘২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন আমি ছিলাম না, খারাপ লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল, দলে হয়তো থাকতে পারতাম। কিন্তু হয়নি এবং ওটার জন্য আমার কোনো কষ্টও নেই। আমি সব সময়ই আলহামদুলিল্লাহ, যেটা বলি দলের জন্য যতটুকুই আমি করতে পারি, সেটা আমার উপস্থিতি দিয়ে হোক, পারফরম্যান্স দিয়ে হোক, আমার অভিজ্ঞতা দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সব সময় নিংড়ে দিই।’

ট্রফি জয়ের ব্যাপারে বলেন, ‘ট্রফি জিততে আমার মনে হয় ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটি মেগা ইভেন্টে হয়তো খুব কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি।

এখন আরেকটি সুযোগ সামনে। সমর্থন আছে ইনশা আল্লাহ। যা যা করা সম্ভব আমরা করব।’

তবে এবার ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী রিয়াদ, ‘সুযোগ তো সব সময়ই থাকে। চেষ্টায়ও আমাদের কোনো কমতি থাকে না। ইনশা আল্লাহ, হয়তো এবার আমরা ভালো কিছু করব।’

ডালাসে ৮ই জুন শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রতি আসরেই ক্রিকেটাদের ব্যক্তিগত কিছু লক্ষ্যও থাকে। তবে টিমম্যান রিয়াদের কাছে দলের লক্ষ্যটাই বড়, ‘আমি কখনো আমার নাম নিয়ে চিন্তা করিনি। ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। দলের লক্ষ্য যদি অর্জন হয়, ওটাতেই অনেক খুশি।’

ক্যারিয়ারে অনেক উত্থান-পতন গিয়েছে মাহমুদউল্লাহর। এ নিয়ে বলেন, ‘উত্থান-পতন তো আমার ক্যারিয়ারে কমবেশি ছিলই। আমি সব সময়ই আল্লাহর ওপর বিশ্বাস করি। আল্লাহর কাছেই সব সময় যা কিছু বলার আমি বলি। আমি সব সময়ই বিশ্বাস করি, আল্লাহ হচ্ছেন সেরা পরিকল্পনাকারী। আমার ভালো সময়, খারাপ সময় সবকিছুরই একটি শিক্ষণীয় বিষয় থাকে—এটাই আমি বিশ্বাস করি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536