দিনাজপুরে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতে মতবিনিময় সভা

দিনাজপুরে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতে মতবিনিময় সভা

মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ,দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদে “ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে  বিরামপুর  উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের গ্রাম আদালত হল রুমে চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে  এই সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, গ্রাম আদালতকে গতিশীল করতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এতে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাংবাদিকদেরকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেছেন, ছোট খাট বিবাদগুলো ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সমাধান করতে পারলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অর্থ শ্রম দুটোই  কম হবে। তিনি মনে করেন, ইউনিয়ন পরিষদে একটি করে আদালতের এজলাস কক্ষ তৈরী করে পক্ষপাতিত্ব মনোভাব পরিহার করে অসহায় নির্যাতিতদের সঠিক বিচারের সুব্যবস্থা করা সহ মাঝে মধ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে গ্রাম আদালতের কার্য্যক্রম আরও  গতিশীল করা সম্ভব।
 সভায় উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের সকল সদস্য ইউনিয়নের সকল পেশার সকল শ্রেণীর গণ্য মান্য  ব্যক্তি।
পরে, পারিবারিক কলহের জেরে গ্রাম আদালতে বিচার প্রার্থী ও বিবাদীগনের মধ্যে সন্তোষজনক  ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536