ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

চ্যানেল নিউজ : বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুতে ব্যাটিং করছে আফগানিস্তান। টানা দুটি ম্যাচ হেরে ব্যাকফুটে রয়েছে রশিদ খানরা। অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতে নিজেদের ঘুরে দাঁড়ানো রূপ দেখিয়েছে জস বাটলাররা।

রোববার (১৫ অক্টোবর) দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচের আগে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন জস বাটলার। ফলে আগে ব্যাটিং করবেন হাশমতুল্লাহ শহিদীরা।

ভারত বিশ্বকাপে এখনো নিজেদের সেরা ফর্মে ফিরতে পারেনি ২০১৯ আসরের চ্যাম্পিয়নরা। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু করার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৩৭ রানে হারায় জস বাটলারের দল। আফগানিস্তানের বিপক্ষে পরিস্কার ফেভারিট হয়েই মাঠে নামবে তারা। সেমিফাইনালের পথে এগিয়ে যেতে এ ম্যাচে জয় গুরুত্বপূর্ণ ইংলিশদের।

অন্যদিকে, চলতি বিশ্বকাপে ‘আন্ডারডগ’ আফগানিস্তান। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ১৫৬ রানে অলআউট হয়ে বাংলাদেশের কাছে ৬ উইকেটে হারে হাসমতুল্লাহ শাহিদিরা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ২৭২ রান করেও হার তাদের ৮ উইকেটে। ওয়ানডেতে
জনি বেয়ারেস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।

আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নাভেন উল হক ও ফজল হক ফারুকি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536