চুয়াডাঙ্গার সেই ছাত্রকে পরীক্ষা থেকে বহিষ্কার

চুয়াডাঙ্গার সেই ছাত্রকে পরীক্ষা থেকে বহিষ্কার

চ্যানেল নিউজ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ছাত্রকে এসএসসির নির্বাচনী পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষা পরিচালনা কমিটি তাকে বহিষ্কার করে।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষকরা জানান, এ ঘটনায় দুই কক্ষ পরিদর্শক হাফিজুর রহমান ও আজম আলি খাতা জব্দ করেছেন। এসএসসি নির্বাচনী পরীক্ষা পরিচালনা কমিটির ৫ সদস্য (৯ অক্টোবর) প্রধান শিক্ষকের কাছে বহিষ্কার করার সুপারিশ করেন। পরে বহিষ্কারের অনুমোদন দেন তিনি। এসএসসি নির্বাচনী পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। কমিটির সদস্যরা হলেন পরিমল কুমার পাল, মিজানুর রহমান, মাসুদুর রহমান ও রহিমা খাতুন।
এর আগে রোববার সকাল ১০টায় বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান নির্বাচনী পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরুর পর সাইফুল আমিন হলে অন্যের উত্তরপত্র দেখে লেখার চেষ্টা করলে তা নিষেধ করেন শিক্ষক। পরে খাতা কেড়ে নেয় কক্ষ পরিদর্শক হাফিজুর রহমান। এরপর ছাত্র শিক্ষকের দুই গালে থাপ্পড় মেরে বিদ্যালয় থেকে চলে যায়।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (৮ অক্টোবর) সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন সদর থানায় মামলা রুজু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536