ড. ইউনূসের বিষয়ে কিছুই করার নেই : প্রধানমন্ত্রী

ড. ইউনূসের বিষয়ে কিছুই করার নেই : প্রধানমন্ত্রী

চ্যানেল নিউজ, ঢাকা : বিদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রম আইন লঙ্ঘনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে তার কিছু করার নেই। ড. ইউনূস নিজেদের কর্মীদের বঞ্চিত করেছেন। তাই তাদের কাছেই তার ক্ষমা চাওয়া উচিত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন আজ সোমবার (৮ জানুয়ারি) বিকালে গণভবনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
বিদেশি ওই সাংবাদিক প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, তার এই বিজয় উদ্‌যাপনের সময় তিনি ড. ইউনূসকে ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন কি-না?
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ইউনূসের বিষয়টা শ্রম আদালতের। তার নিজের প্রতিষ্ঠানের কর্মীরা বঞ্চিত এবং তারা মামলা করেছেন। তিনি শ্রম আইন ভঙ্গ করেছেন, নিজের কর্মীদের বঞ্চিত করেছেন। এখানে আমার কিছু করার নেই। তার ক্ষমার বিষয়ের প্রশ্ন আমার কাছে আসে না। বরং তার উচিত নিজের কর্মীদের কাছে ক্ষমা চাওয়া।’
এসময় নির্বাচনে বিজয়ী হওয়ার অনুভূতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘এ বিজয় আমার নয়, এ বিজয় জনগণের বিজয়।’
তিনি আরও বলেন, ‘দেশের গণতন্ত্রের জন্য এই নির্বাচন যুগান্তরকারী ঘটনা। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য। বাংলাদেশের একটি মানুষও হতদরিদ্র থাকবে না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536