চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের

চ্যানেল নিউজ, রবিবার, ১২ নভেম্বর-২০২৩ : বিশ্বকাপে লিগপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ভারতের এই জয়ে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের।
বিশ্বকাপে টানা হারতে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এরপরই নড়েচড়ে বসে সবাই। জানা যায়, ২০২৫ সালে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপে সেরা আটের মধ্যে থাকতে হবে টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গেলেও অনিশ্চয়তা ছিল কিছুটা হলেও। তবে অবশেষে সে শঙ্কাও কেটে গেল।
পাকিস্তানের মাটিতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে নিজেদের কাজটুকু শ্রীলঙ্কাকে হারিয়ে কিছুটা সেরে রেখেছিল টাইগাররা। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়ে যেত। তবে খুব বেশি ক্ষতিও হয়নি। অপেক্ষা ছিল ভারতের বিপক্ষে নেদারল্যান্ডসের হারের। রোববার (১২ নভেম্বর) বেঙ্গালুরুতে ভারতের কাছে নেদারল্যান্ডসের বড় হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। ফলে শেষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536